টাঙ্গাইল

পোস্ট মাস্টারের বিরুদ্ধে মুনাফার টাকা আত্মসাতের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:১৭ পিএম, ০২ মার্চ ২০২৪

টাঙ্গাইলের কালীহাতী উপজেলার এলেঙ্গা পোস্ট মাস্টারের বিরুদ্ধে গ্রাহকের মুনাফার প্রায় লাখ টাকা কম দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোবিন্দ সূত্রধর ও লিপি সাহা নামের দুই গ্রাহক ডেপুটি পোস্টমাস্টার জেনারেল বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এ প্রতারণায় জড়িত পোস্টমাস্টার শাহজাহান আলীর কঠোর শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগের তদন্ত শুরু হলেও এলেঙ্গার পোস্ট মাস্টার শাহজাহান আলী মুনাফার টাকা আত্মসাতের কথা অস্বীকার করছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গোবিন্দ সূত্রধরের ১০ হাজার টাকা, লিপি সাহার চার হাজার ৫৮০ টাকা, নরেশের ১০ হাজার টাকা, অর্চনা রাণীর ১৫ হাজার টাকা, সুবল চন্দ্র রায়ের ১৫ হাজার টাকা, জোসনার১৫ হাজার টাকা, শিল্পীর ১০ হাজার টাকা আত্মসাৎ করেছেন শাহজাহান আলী।

সরেজমিন পোস্ট অফিসের মুনাফা বিতরণ বইয়ের পাতায় এক এক গ্রাহকের স্বাক্ষর ভিন্ন রকম থাকলেও বিতরণকৃত টাকা নেওয়ার লেখা এক হাতে লেখা হয়েছে।

সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্র জানায়, চলতি বছরের ১৪ জুন এলেঙ্গা পোস্ট অফিসে মাস্টার পদে যোগদান করেন শাহজাহান আলী। এর আগেও তিনি এলেঙ্গা পোস্ট অফিসের পোস্ট ম্যানের দায়িত্ব পালন করেছেন।

ভুক্তভোগী গোবিন্দ সূত্র জানান, প্রায় ১০-১২ বছর আগে এলেঙ্গা পোস্ট অফিসে আমি সঞ্চয়ী বইটি খুলি। এরপর থেকেই বইটিতে লেনদেন চালিয়ে আসছি। এখন প্রয়োজনে মুনাফার টাকা উত্তোলন করতে যাই। পোস্ট মাস্টার শাহাজাহান আলী আমার মুনাফা সাত হাজার ১৫৩ টাকা হয়েছে বলে জানায়। আমি সেই টাকাই নিজ হাতে লিখে উত্তোলন করি। হঠাৎ সন্দেহ হওয়ায় আমার বই নিয়ে টাঙ্গাইল অফিসে যাই। জানতে পারি আমি মুনাফা বাবদ পাবো ১৭ হাজার ১৫৩ টাকা। টাকা কম দেওয়ার কারণে আমি পোস্ট মাস্টারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছি।

তিনি আরও জানান, টাঙ্গাইল অফিস থেকে তদন্ত এসেছিল। আমি আমার বাকি টাকা ফেরত পাওয়াসহ প্রতারক পোস্ট মাস্টারের কঠোর বিচার দাবি করেছি।

ভুক্তভোগী লিপি সাহা জানায়, আমি ১৪ হাজার টাকা মুনাফা পাবো। সেখানে আমাকে দেওয়া হয়েছে ৯ হাজার ৪২০ টাকা। এ সময় মুনাফার টাকা কম দেওয়ার বিষয়টি বুঝতে না পারলেও বিভিন্ন জনের সঙ্গে এমন প্রতারণা করা হয়েছে। আমি টাঙ্গাইল অফিসে যোগাযোগ করি। ওই অফিসের মাধ্যমেই টাকা কম পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে লিখিত অভিযোগ করেছি।

তদন্ত কর্মকর্তা ও টাঙ্গাইল পোস্ট অফিস পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, অভিযোগের তদন্ত চলছে।

এ বিষয়ে টাঙ্গাইলের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মো. মোরশেদ আলম জানান, এলেঙ্গা পোস্ট অফিসের মাস্টার শাহজাহান আলীর বিরুদ্ধে গ্রাহকে মুনাফার টাকা কম দেওয়ার অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত চলছে। প্রতিবেদন পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

আরিফ উর রহমান টগর/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।