ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের নিয়ে তিনদিনের আর্ট ক্যাম্প

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০২:২৮ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় তিন শতাধিক শিশু-কিশোর নিয়ে তিন দিনব্যাপি আর্ট ক্যাম্প শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় মলাই মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্যাম্পের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ-সচিব) রুহুল আমিন।

চিত্রশিল্পী আসাদুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এসময় বিজয়নগর আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঞা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পি, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কাউসার এমরান, মাছিহাতা ইউনিয়নের চেয়ারম্যান আলামিনুল পাভেল, প্রেস ক্লাবের কার্যকরী সদস্য ফরহাদুল ইসলাম পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

jagonews24

ক্যাম্পের আয়োজক ব্রাহ্মণবাড়িয়া শিশ নাট্যমের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিয়াজ মো. খান বিটু জানান, নবম বারের মতো প্রকৃতির কাছে শিশুদের জন্যে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। প্রকৃতির দেখে নিজেদের চিন্তা ভাবনা থেকে তারা রঙ তুলিতে চিত্র ফুটিয়ে তুলছেন। শনিবার এ ক্যাম্প সমাপ্ত হবে।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।