নোয়াখালীতে অবৈধ দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা
নোয়াখালীর সেনবাগে অবৈধ দুই ইটভাটাকে তিনলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম এ অভিযান চালান। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অমান্য করায় পূবালী ব্রিকস ম্যানুফ্যাকচারিংকে একলাখ টাকা ও ভাই ভাই ব্রিকস ম্যানুফ্যাকচারিংকে দুইলাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে মোহাম্মদ জাহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, আইন অমান্য করে ইটভাটাগুলো পরিবেশ দূষণসহ এলাকার ব্যাপক ক্ষতি করে আসছিলো। জরিমানা করে সতর্ক করা হলো। সংশোধন না হলে ভবিষ্যতে এসব ভাটা বন্ধ করে দেওয়া হবে।
অভিযানে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিহির লাল সরদার, হিসাবরক্ষক মো. মিজানুর রহমান ও সহকারী পরিচালক তানজির তারেক উপস্থিত ছিলেন। অভিযানে সেনবাগ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
ইকবাল হোসেন মজনু/এনআইবি/এমএস