মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে মারধর, গ্রেফতার ৪
সিরাজগঞ্জে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় খোরশেদ আলম (৪২) নামের এক ব্যক্তিকে মারধর করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এনায়েতপুর থানার কেজির মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর খোরশেদ আলম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে মামলা করেন।
গ্রেফতাররা হলেন এনায়েতপুর থানার ব্রাহ্মণগ্রাম গ্রামের আজিজুল হক হৃদয় (২০), গোপীনাথপুর গ্রামের নাজমুল হোসেন রোকন ভূঁইয়া (২৫), রাশেদ উদ্দিন ভূঁইয়া ও খোকশাবাড়ি গ্রামের আশরাফুল ইসলাম (২৭)।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে এনায়েতপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রহিচ উদ্দিন খাঁন জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঘটনাস্থল থেকে চার বখাটেকে আটক করা হয়। পরে মেয়ের বাবা খোরশেদ আলম বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলায় আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খোরশেদ আলমের মেয়ে স্থানীয় কেজির মোড় আইসিএল স্কুলের নবম শ্রেণির ছাত্রী। তার স্কুলে যাওয়ার পথে মাঝে মধ্যেই আজিজুল হক হৃদয় নামের এক বখাটে উত্ত্যক্ত করতেন। বিষয়টি জেনে হৃদয়কে নিষেধ করেন বাবা খোরশেদ আলম। এতে হৃদয় আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরই জেরে মঙ্গলবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে আবারও উত্ত্যক্ত করেন হৃদয়।
বিষয়টি জানতে পেরে বাবা খোরশেদ আলম দৌড়ে ঘটনাস্থলে যান। এসময় বখাটে হৃদয়সহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর আক্রমণ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এম এ মালেক/এসআর/এমএস