রাজশাহীতে পুকুর পাড়ে মিললো ব্যান্ডেজ করা মানুষের পা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

রাজশাহী নগরীর পুকুর পাড় থেকে ব্যান্ডেজ করা মানুষের একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা এটি দেখতে পেয়ে পুলিশ খবর দেন। পরে পুলিশ গিয়ে কাটা পা উদ্ধার করে।

রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে নগরীর সাধুর মোড় থেকে বালিয়াপুকুর বড় বটতলা যাওয়ার নতুন রাস্তার পাশে মানুষের একটি পা পাওয়া যায়। এটি ব্যান্ডেজ করা অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, কে বা কারা কাটা পা-টি একটি বস্তায় ভরে সেখানে ফেলে গেছেন।

ওসি হুমায়ুন কবির বলেন, ভবিষ্যতে যদি এটির মালিক পাওয়া যায় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পক্ষ থেকেও বিষয়টির তদন্ত করা হচ্ছে।

সাখাওয়াত হোসেন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।