ময়লা ফেলার ডোবায় মিললো নবজাতকের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:০৭ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডোবা থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদরের ছোট দেওয়ান পাড়া এলাকা থেকে কন্যা নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

সরাইল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আ স ম আরিকুর রহমান জানান, ছোট দেওয়ান পাড়ায় একটি ভবনের পেছনে কচুরিপানাসহ ডোবায় ময়লা ফেলা হয়। এরমধ্যে একটি ব্যাগে কন্যা নবজাতকের মরদেহ পাওয়া যায়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে নবজাতকটির আজকেই জন্ম হয়েছে। অবৈধ সম্পর্ক ধামাচাপা দিতেই এমন কাণ্ড ঘটিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।


আবুল হাসনাত মো. রাফি/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।