নতুন ভবন চালু হলে রোগীর চাপ সামলাতে কষ্ট হবে না: মাশরাফি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা বলেছেন, চিকিৎসা খাতে জনবল সংকট রয়েছে এটা যেমন সত্য, পাশাপাশি আন্তরিকতার সঙ্গে কাজ করলে সংকট কিছুটা হলেও পূরণ করা সম্ভব। হাসপাতালে বেডের সংখ্যা ১০০ হলেও রোগী আছেন তিন শতাধিক। জুনে নির্মাণাধীন নতুন ভবনটি হস্তান্তরের কথা আছে। সেটি চালু হলেও ২৫০ বেডে উন্নীত হবেঅ। তখন আর রোগীর চাপ সামলাতে বর্তমানের মতো কষ্ট হবে না। সেটি যথেষ্ট না হলেও সমস্যা কিছুটা লাঘব হবে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

হাসপাতালের স্বাস্থ্যসেবা ও পরিবেশের বিষয়ে মাশরাফি বলেন, হাসপাতালের স্বাস্থ্যসেবা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার পরিবেশ শুধু চিকিৎসক ও স্টাফদের ওপর ছেড়ে দিলেই ঠিক থাকে না। হাসপাতালে যারা আসেন তারা নিজের বাড়ি ও নিজস্ব সম্পদ মনে করে ব্যবহার করলে এসব সংকট অনেকাংশেই দূর হবে।

এসময় রোগীদের ওষুধসহ মৌলিক যেসব সমস্যা আছে তা সমাধানে গুরুত্ব সহকারে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাসও দেন তিনি।

হাফিজুল নিলু/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।