কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে কুমিল্লা নগরীতে শাহ আলম নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের নেউরা এলাকায় এ ঘটনা ঘটে।

শাহ আলমনগরীর দক্ষিণ চর্থা থিরা পুকুর পাড় এলাকার নুরু মিয়ার ছেলে। ঢুলিপাড়া ও পকেটগেট এলাকায় তার দুটি গ্যারেজ রয়েছে।

নিহতের বড় ভাই জসিম উদ্দিন জানান, শুক্রবার রাতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে ঘুমিয়ে ছিল শাহ আলম। ভোর ৫টার দিকে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় কে বা কাহারা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাথায় কোপের দাগ দেখি। পাশে মোটরসাইকেল পড়ে ছিল। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন জাগো নিউজকে বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।