বাজার শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় যুবকের মৃত্যু
দিনাজপুরের হিলিতে বাজার থেকে বাড়ি ফেরার পথে আবির হোসেন জয় (৩২)নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলা বিরামপুর-হিলি আঞ্চলিক সড়কের সাতকুড়ি বাজিবি ক্যাম্পের কাছে এ ঘটনা ঘটে।
নিহত আবির হোসেন জয় সাতকুড়ি এলাকার মেহেবুব ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে হাকিমপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সুমন কুমার সরকার বলেন, দুপুরের দিকে হিলি বাজার থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন আবির হোসেন। পথে বিরামপুর এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত যুবকের মাথা থেঁতলে মৃত্যু হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল জাগো নিউজকে হোসেন বলেন,সড়ক দুর্ঘটনায় আবির হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে যায়। অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
মাহাবুর রহমান/এনআইবি/জিকেএস