মিথ্যা তথ্য কী, জানেন না ৭০ শতাংশ মানুষ: গবেষণা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৭ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২৪

মিথ্যা তথ্য কী তা জানেন না ৭০ ভাগের বেশি মানুষ। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সর্বস্তরের মানুষ।

সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) পরিচালিত ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিস্তার বিষয়ক পরিস্থিতি পর্যালোচনায় বাংলাদেশের তিন জেলায় পরিচালিত গবেষণার তথ্য-উপাত্ত উপস্থাপন সভা’য় এ তথ্য জানানো হয়। বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় পরিচালিত প্রকল্পের অধীনে কর্মশালাটি আয়োজনে সহযোগিতা করে স্থানীয় সুশীল সংগঠন তৃণমূল উন্নয়ন সংস্থা।

ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজুল আলম মাসুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় এবং তৃণমূল উন্নয়ন সংস্থার পরিচালক খন্দকার ফারুক আহম্মেদ।

সভাপতিত্ব করেন সাকমিডের প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ কামরুল হাসান। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক, আইনজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

সাকমিডের প্রকল্প উপদেষ্টা অধ্যাপক ড. শেখ শফিউল ইসলাম পরিচালিত গবেষণার ফলাফল উপস্থাপন থেকে আরও জানা যায়, ময়মনসিংহ জেলার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে মাত্র ৩৯ শতাংশ নিজের অ্যাকাউন্ট খুলতে পারেন। ১১ শতাংশ মানুষ ব্যবহার করতে জানেন না। এছাড়া মাত্র ৩২ শতাংশ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া তথ্য যাচাই করতে সক্ষম।

সাকমিডের গবেষণাটি সম্প্রতি ঢাকা, ময়মনসিংহ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় পরিচালিত হয়।

এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।