পুকুর খননের সময় উঠে এলো কষ্টিপাথরের মুর্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪

দিনাজপুরের বিরলে পুকুর খননের সময় কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি পাওয়া গেছে। খবর পেয়ে এটি উদ্ধার করে পুলিশ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আজিমপুর ইউনিয়নের কুচিলাপুকুর গ্রামের আসাদুল ইসলামের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

আজিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আউয়াল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা ১১টার দিকে আজিমপুর ইউনিয়নের জামতলী বাজারের পাশে পুকুর খনন করার সময় মূর্তিটি পাওয়া যায়। পরে উদ্ধার করে আসাদুলের বাড়িতে নিয়ে আসা হয়। খবর পেয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শাহাজাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স মূর্তিটি থানায় নিয়ে যায়।

মূর্তিটি বিরল থানায় পাঠানো হয়েছে বলে জানান বিরল উপজেলার মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মতিয়ার রহমান।

এমদাদুল হক মিলন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।