দৌলতদিয়া-পাটুরিয়া রুট ব্যবহারে নারাজ শরীয়তপুরের যাত্রী-চালকরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৮:২১ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪

অডিও শুনুন

ঢাকার পোস্তগোলা সেতুর সংস্কারকাজ শুরু হওয়ায় বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) থেকে ১৫ দিন পর্যন্ত সড়কটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। এ রুটে চলাচলকারী শরীয়তপুরসহ ২১টি জেলার যানবাহনকে বিকল্প সড়ক দৌলতদিয়া-পাটুরিয়া রুট ব্যবহার করার সাধারণ নির্দেশিকা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

তবে বিকল্প সড়কটি ব্যবহার করতে নারাজ শরীয়তপুরের যাত্রী ও চালকরা। ওই রুটে সময় অপচয়ের পাশাপাশি ভোগান্তি বাড়ার আশঙ্কায় বাবুবাজার রুটে গাড়ি সচল রাখার দাবি জানিয়েছেন তারা।

সংশ্লিষ্ট সূত্র, সড়ক ও জনপথ অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পোস্তগোলা সেতুর দুটি গার্ডারের মেরামত ও রেট্রোফিটিংয়ের কাজ ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৮ মার্চ চলমান থাকবে। এ অবস্থায় ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ওই সড়কে চলাচলকারী যানবাহনের বিকল্প সড়ক ব্যবহারের সাধারণ নির্দেশিকা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার থেকে শরীয়তপুর জেলার বাসগুলোকে ঢাকা মহানগরে প্রবেশ ও বের হতে হলে দৌলতদিয়া হয়ে গাবতলী বাসস্ট্যান্ড ব্যবহার করতে হবে। যেখানে শরীয়তপুর থেকে সায়েদাবাদ বাসস্ট্যান্ডের দূরত্ব ৭৯ কিলোমিটারের পরিবর্তে গিয়ে দাঁড়াবে ২৬৮ কিলোমিটার। এতে সময় বাড়ার পাশাপাশি ভোগান্তি বাড়বে যাত্রী ও চালকদের। দৌলতদিয়া-পাটুরিয়া রুটের পরিবর্তে বাবুবাজার ব্রিজ ব্যবহার করে ঢাকায় প্রবেশ করতে চান শরীয়তপুরের যাত্রী ও বাসচালকরা।

শরীয়তপুরের বাসিন্দা আরিফ হোসেন বলেন, ‘শরীয়তপুর থেকে পদ্মা সেতু হয়ে আমাদের ঢাকায় যেতে মাত্র দুই ঘণ্টা লাগে। এখন পোস্তগোলা সেতুর সংস্কারকাজ চলায় শরীয়তপুর থেকে দৌলতদিয়া হয়ে ঢাকায় যাওয়ার কথা বলা হচ্ছে। এতে আমাদের সারাদিন চলে যাবে। আমাদের এ ভোগান্তির কথা চিন্তা করে বাবুবাজার ব্রিজ দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হোক।’

জাকির হোসেন দুলাল নামের এক যাত্রী বলেন, ‘পদ্মা সেতুর কারণে আমরা বাসে খুবই অল্প সময়ে ঢাকায় চলে যাই। এখন বুড়িগঙ্গা নদীর পোস্তগোলা সেতুটি সংস্কার করার জন্য আমাদের বিকল্প পথে গাবতলী ব্যবহার করতে বলা হচ্ছে। এতে আমাদের সময় ও ভাড়া দুটোই বাড়বে। আমরা অত দূরের পথ ব্যবহার করতে চাই না। বিকল্প পথ হিসেবে বাবুবাজার ব্রিজ ব্যবহার করে শরীয়তপুর ও ঢাকায় চলাচল করতে চাই।’

দৌলতদিয়া-পাটুরিয়া রুট ব্যবহারে নারাজ শরীয়তপুরের যাত্রী-চালকরা

বাসচালক রাজিব মাদবর বলেন, ‘এতো দূরের পথ কোনো যাত্রী যাবে না। আমাদের মালিক সমিতির গাড়ির ভাড়াও পোষাবে না। আমরা বাবুবাজার ব্রিজ ব্যবহার করে ঢাকায় চলাচল করতে চাই।’

এ বিষয়ে জানতে চাইলে শরীয়তপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার বলেন, পোস্তগোলা ব্রিজের সংস্কারকাজ চলায় রুটটি কয়েকদিন বন্ধ থাকবে। বিষয়টি নিয়ে সড়ক ও জনপদ এবং ডিএমপি থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমি এরইমধ্যে ডিএমপির ডিসির সঙ্গে কথা বলেছি। তারা আগামীকালের মধ্যে সুন্দর একটি সমাধান দেবেন বলে জানিয়েছেন। আশা করি যাত্রীদের কোনো ভোগান্তি হবে না।

বিধান মজুমদার অনি/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।