পানছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইলেক্ট্রিক মিস্ত্রি আহত
খাগড়াছড়ির পানছড়িতে সন্ত্রাসীদের গুলিতে মো. নাছির মিয়া (৩৫) নামে এক ইলেক্ট্রিক মিস্ত্রি আহত হয়েছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পানছড়ির উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
সন্ত্রাসীদের গুলিতে আহত মো. নাছির মিয়া পানছড়ি উপজেলার হেডম্যান টিলার মৃত হানিফ মিয়ার ছেলে।
জানা যায়, মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ির যামিনিপাড়া থেকে কাজ শেষে দুটি মোটরসাইকেল যোগে চারজন পানছড়িতে ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলা এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা মোটরসাইকেল থামানোর সংকেত দেয়। মোটরসাইকেল না থামালে সন্ত্রাসীরা গুলি চালায়। এতে নাছির মিয়ার পেটে গুলি লাগে।
মোটরসাইকেলে থাকা মো. আব্দুল হালিম নামে একজনকে মোটরসাইকেলসহ অপহরণ করে। পরে রাত ১০টার দিকে তাকে ছেড়ে দেয় সন্ত্রাসীরা।
গুলিবিদ্ধ মো. নাছির মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় পানছড়ি সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক খাগড়াছড়ি জেলা হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল আজম বলেন, আইনশৃংখলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মুজিবুর রহমান ভুইয়া/এমএইচআর