মেডিকেলে চান্স পাওয়া শিক্ষার্থীদের বাড়িতে ফুল নিয়ে হাজির ইউএনও
দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নিয়েছেন দিনাজপুরের খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উৎসাহ দিতে মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া পাঁচ শিক্ষার্থীর বাড়িতে যান তিনি।
এবার খানসামা উপজেলা থেকে যে পাঁচজন শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন তারা হলেন আংগারপাড়া গ্রামের সহিদুল মুন্সির ছেলে মোজাহেদুল ইসলাম (বগুড়া মেডিকেল কলেজে), শিক্ষক আক্তারুজ্জামানের মেয়ে আসিফা জাহান আচঁল (সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ), বেলপুকুর শাহপাড়ার সাদেকুল ইসলাম শাহর মেয়ে সাবিনা ইয়াসমিন মিতু (ময়মনসিংহ মেডিকেল কলেজে), গোবিন্দপুর সরকার পাড়ার শরিফ উদ্দিনের ছেলে মনিরুজ্জামান বরাত (রংপুর মেডিকেল কলেজ) এবং গোয়ালডিহি গ্রামের শিক্ষক আবুল কালাম আজাদ বাদলের মেয়ে মাহফুজা আক্তার শান্ত (দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ)।
ইউএনও তাজ উদ্দিন বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় নতুন প্রজন্মকে উৎসাহ দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা তাদের দেখে উৎসাহিত হোক, অনুপ্রাণিত হোক; এটাই আমাদের চাওয়া।
এমদাদুল হক মিলন/এসআর/এএসএম