বরই পাড়তে গিয়ে প্রাচীর ধসে মাদরাসাছাত্রের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বরই পাড়তে গিয়ে প্রাচীর ধসে আকির হোসেন (৯) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কুটি ইউনিয়নের গৌরীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আকির হোসেন পার্শ্ববর্তী মেহারী ইউনিয়নের চৌবেপুর গ্রামের মনির হোসেনের ছেলে। সে চৌবেপুর জামিয়া শামছুল উলুম ইসলামিয়া মাদরাসা ও এতিমখানার নুরানি বিভাগের ছাত্র ছিল।
আকিরের চাচা দেলোয়ার হোসেন জানান, আকির তার নানাবাড়িতে থেকে মাদরাসায় পড়তো। সোমবার দুপুরের দিকে সে নানাবাড়ি থেকে কিছুটা দূরে বাবুল মিয়ার সীমানা প্রাচীরে উঠে বরই পাড়ছিল। হঠাৎ পুরোনো প্রাচীরটি ধসে পড়লে সে চাপা পড়ে। পরে বাবুল মিয়ার বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাবুল মিয়া বলেন, ‘বাড়ির পুরোনো প্রাচীর ভেঙে ফেলার জন্য ভেকু ভাড়া করেছিলাম। দু-একদিনের মধ্যে ভাঙার কথা ছিল। এরমধ্যেই দুর্ঘটনাটি ঘটে গেলো।’
এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/এমএস