শিবচরে ট্রেনের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০২:২৪ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় মাহমুদুল ইসলাম (১০) নামের এক মাদরাসাছাত্র নিহত হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকার রেলসড়কের ৫ নম্বর সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল ইসলাম শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুরের বেপারীর কান্দি গ্রামের মো.জাহাঙ্গীর মোল্লার ছেলে। সে একই এলাকার স্থানীয় ইক্বরা রওজাতুল উলুম মাদরাসার প্রথম শ্রেণীর ছাত্র ছিল।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মাহমুদুল ইসলামসহ কয়েকজন শিশু একসঙ্গে মাদরাসা থেকে বের হয়। অন্যপ্রান্তে যাওয়ার জন্য রেল লাইন পার হতে গেলে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভাঙ্গা রেলওয়ে থানার (বামনকান্দা) উপ-পরিদর্শক নজরুল ইসলাম বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।

আয়শা সিদ্দিকা আকাশী/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।