৩২ কেজির বাঘাইড় ৪০ হাজারে বিক্রি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর দুধকুমার নদে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের একটি বাঘাইড়। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাছটি ৪০ হাজার টাকায় কিনে নেন অনন্ত বিশ্বাস নামের এক ব্যবসায়ী।
অনন্ত বিশ্বাস বলেন, জেলার যে কোনো নদ-নদীতে বড় মাছ ধরার খবর পেলে কিনে সেটি বাজারে বিক্রি করি। বিকেলে ভুরুঙ্গামারীর দুধকুমার নদে একটি বাঘাইড় ধরা পড়ার খবর পড়লে সেখানে গিয়ে ৪০ হাজারে মাছটি কিনে নেই। আশা করছি কেজিপ্রতি ১৩০০-১৩৫০ টাকা দরে বিক্রি করতে পারবো। এতে আমার ২-৩ হাজার টাকা লাভ হবে।
আরেক মাছ ব্যবসায়ী মন্টু শেখ জানান, নদীতে বাঘাইড় শিকারের মৌসুম চলছে। কিন্তু এরকম বড় মাছ নিয়মিত ধরা পড়ে না। মাঝে মাঝে এর থেকেও বড় মাছ শিকার করে জেলেরা। তবে সেটি ভাগ্যের ব্যাপার।
ফজলুল করিম ফারাজী/আরএইচ/জেআইএম