সাবেক এমপি তানভীর ইমামের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:০১ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
সাবেক এমপি তানভীর ইমাম

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তানভীর ইমামের বিরুদ্ধে সরকারি প্রকল্পের কাজ দেওয়ার নামে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জের উল্লাপাড়া আমলি আদালতে মামলাটি করা হয়।

মামলার বাদী উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান।

তানভীর ইমাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উল্লাপাড়া আমলি আদালতের পেশকার স্বপন মামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, মামলাটি আমলে নিয়ে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন বিচারক কে এম শাহরিয়ার শহীদ বাপ্পী।

মামলা সূত্রে জানা যায়, তানভীর ইমাম সংসদ সদস্য থাকাকালীন সরকারি প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখান। এমন প্রলোভনে জিয়াউর রহমান কিছু ব্যক্তি ও স্বজনদের কাছ থেকে ধার নিয়ে ২০১৭ সালের ২০ মে এমপিকে ৮০ লাখ টাকা দেন। পরে ছয়মাস পেরিয়ে গেলেও কোনো প্রকল্পের কাজ পাননি। পরে তাগাদা দিলে ২০ লাখ টাকা পরিশোধ করেন এমপি। কিন্তু অবশিষ্ট ৬০ লাখ টাকা আজও দেননি। উল্টো টাকা ফেরত চাওয়ায় হুমকি দিচ্ছেন। এজন্য জিয়াউর রহমান টাকা ফেরত ও ন্যায়বিচার চেয়ে মামলাটি করেন।

মামলার বাদী জিয়াউর রহমান জাগো নিউজকে বলেন, ‌‘আমি ইউনিয়ন আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে সাবেক এমপি তানভীর ইমামের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতাম। সেই সুবাদে নিকটাত্মীয় ও প্রতিবেশীর কাজ থেকে হাওলাদ করে টাকাগুলো এমপিকে দিয়েছিলাম। এখন এই টাকা তাদের ফেরত না দিতে পেরে আমি নিজ বাড়িতেই থাকতে পারছি না।’

এ বিষয়ে জানতে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি। পরে মেসেজ পাঠিয়েও উত্তর মেলেনি।

এম এ মালেক/এসআর

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।