বেচাকেনা নেই, মুখভার নীলফামারীর ফুল ব্যবসায়ীদের
বসন্তের প্রথম দিনেই বিশ্ব ভালোবাসা দিবস। বসন্ত ও ভালোবাসা দিবসের প্রধান উপাদান ফুল। আর দুই উৎসব একই দিনে। কিন্তু এবার বেচাকেনা কম থাকায় মুখে হাসি নেই নীলফামারীর ফুল ব্যবসায়ীদের।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারীর বিভিন্ন ফুলের দোকানে ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। এদিন ফুলের পসরা সাজিয়ে বসে থাকলেও বেচাকেনা কম। তাই লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
নীলফামারী সদর উপজেলার মনির ফুল ঘরের স্বত্বাধিকারী মনিরুজ্জামান শেখ বলেন, বসন্ত উৎসবের কারণে প্রায় ৫০ হাজার টাকার বিভিন্ন রকম ফুল এনেছিলাম। অর্ধেকও বিক্রি হয়নি। কিন্তু ফুল কিনতে হয়েছে চড়া দামে।
একই কথা জানালেন লাবু সাজ ঘরের মালিক লাবু ইসলাম। তিনি বলেন, ফুলের পসরা সাজানো আছে। অনেকেই এসে ছবি তুলে তা বন্ধুদের মোবাইলে পাঠিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পরিবারের অনুশাসন ভেঙে কেউ বাড়ি থেকে বের হতে পারেনি। ফলে ফুল বিক্রিতে মন্দাভাব দেখা দিয়েছে।
নীলফামারী পৌর মার্কেটের টুটুল ফুল ভান্ডারের স্বত্বাধিকারী মো. টুটুল হোসেন জানান, পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে ফুল বিক্রির ধুম ছিল। তবে গত কয়েক বছর আর ফুল বিক্রি হচ্ছে না। নিজের দোকানে খুচরা বিক্রির পাশাপাশি পাইকারি বিক্রি করে কয়েক লাখ টাকা লাভ করতাম। এখন দোকানের টবে রয়ে গেছে ফুল। ফুলের পরিবর্তে মোবাইল ফোনের মাধ্যমে প্রিয়জনকে শুভেচ্ছা জানাচ্ছেন সবাই।
ফুল ব্যবসায়ী মিলন ইসলাম বলেন, এক সময় ফুলের ব্যবসা করে সংসারের খরচ মেটাতাম। বর্তমানে ফুল বেচাকেনা না হওয়ায় ফুলের ব্যবসার পাশাপাশি অন্য ব্যবসা শুরু করেছি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক এসএম আবু বক্কর সাইফুল ইসলাম বলেন, ফুলকে সবাই ভালোবাসে। তবে দাম বৃদ্ধিতে অনেকেই ফুল ক্রয় করতে অনীহা দেখাচ্ছেন। ফলে ফুলের চাহিদা কমে গেছে।
এফএ/জিকেএস