নববধূকে গলা কেটে হত্যা, সীমান্তে বিজিবির হাতে আটক স্বামী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩:০০ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নববধূকে গলা কেটে হত্যার পর ভারতে পালানোর সময় বিজিবির হাতে ধরা পড়েছেন ঘাতক স্বামী হামিদুল ভূইয়া (২৮)। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার হীরাপুর বড় মোড়া সীমান্ত থেকে বিজিবির ফকিরমোড়া ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন।

হামিদুল ওই এলাকার মৃত আ. লতিফ ভুইয়ার ছেলে। তিনি সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ আরমান আরিফ। তিনি জানান, সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় হামিদুল ভূইয়াকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই করে জানা যায় তিনি স্ত্রী হত্যায় অভিযুক্ত আসামি। তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় ৭-৮ মাস আগে হামিদূল ভুইয়া সৌদি আরবে থাকা অবস্থায় সদর উপজেলার বাসুদেব গ্রামের আ. রাজ্জাকের মেয়ে তাসলিমা আক্তারকে মুঠোফোনে বিয়ে করেন। সম্প্রতি হামিদূল দেশে ফিরেছেন। গত ১০ ফেব্রুয়ারি হামিদুল পারিবারিকভাবে আনুষ্ঠানিকতার মাধ্যমে তাসলিমাকে নিজ বাড়িতে উঠিয়ে নিয়ে আসেন। আনুষ্ঠানিক বিয়ের ৩ দিনের মাথায় মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে যে ঘরে তাদের বাসর হয়েছিল সেই ঘরেই তাসলিমাকে গলা কেটে হত্যা করেন হামিদূল।

এ সময় হামিদূলের বড় ভাই হানিফ ভুইয়া ঘটনাটি আঁচ করতে পেরে এগিয়ে গেলে তারও গলা কাটার চেষ্টা করেন তিনি। হানিফকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।