বেদে সম্প্রদায়ের মধ্যে কম্বল বিতরণ পুনাকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৪

জামালপুরের মাদারগঞ্জে বেদে সম্প্রদায়ের মধ্যে কম্বল বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ২ নম্বর করইচড়া ইউনিয়নের ঝটিয়াপাড়া রাস্তার পাশে বেদে আস্তানায় প্রায় ৩০টি পরিবারের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

পুনাক সভানেত্রী সানজিদা হক মৌয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সোহেল মাহমুদ।

এসময় পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, পুনাক পুলিশের একটি অংশ। পুলিশ কর্মকর্তাদের সহযোগিতায় পুনাক সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

নাসিম উদ্দিন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।