দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে ছুটছেন মুসল্লিরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:১৪ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৪

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগতীরে ছুটছেন মুসল্লিরা। রোববার (১১ ফেব্রুয়ারি) ভোর থেকে মুসল্লিরা দলে দলে আসতে শুরু করেন। অনেকেই মধ্যরাতে রওনা হয়ে ফজরের নামাজে অংশ নিয়েছেন।

আখেরি মোনাজাতে অংশ নিতে ময়মনসিংহের ভালুকা থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দানে এসেছেন আশরাফুল ইসলাম। তিনি বলেন, লাখ লাখ মানুষের সঙ্গে ইজতেমা ময়দানে আখেরি মোনাজাতে অংশ নেবো। আল্লাহর কাছে নিজের দোষ গুণের ক্ষমা চাইবো। হয়তো আল্লাহ তার কোনো বান্দার উছিলায় পাপমুক্ত করতে পারেন।

Gazi-(2).jpg

গাজীপুরের শ্রীপুর থেকে এসেছেন আলামিন সরকার। তিনি বলেন, আমরা ১২ জন একসঙ্গে ভোরে ইজতেমা ময়দানে এসেছি। লাখো মুসল্লির সঙ্গে আল্লাহর দরবারে হাত তুলে ক্ষমা চাইবো।

রোববার সকাল ৯টা থেকে দশটার মধ্যে আখেরি মোনাজাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ইজতেমার আয়োজক সূত্র।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।