দোকানের ভেতর পুড়ে মারা গেলেন পঙ্গু দোকানী
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় চায়ের দোকানে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় কালিপদ বিশ্বাস (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাকে রক্ষা করতে গিয়ে হাত পুড়ে গেছে ছেলে অমিতের। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, এটি নিছক দুর্ঘটনা। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিহত কালিপদ বিশ্বাস মণিরামপুর উপজেলার মোবারকপুর গ্রামের বাঞ্ছারাম বিশ্বাসের ছেলে।
নিহতের স্বজনরা জানান, রাজগঞ্জ বঙ্গবন্ধু ভাসমান সেতুর সামনে তাদের একটি চায়ের দোকান রয়েছে। প্রতি রাতেই কালিপদ বিশ্বাস ওই দোকানে ঘুমাতেন। দোকানের ভেতর ফ্রিজ রয়েছে, যা খোলামেলা বৈদ্যুতিক তার দিয়ে সংযোগ দেওয়া। এছাড়াও ঘুমানোর আগে খাটের পাশে কয়েল জ্বালিয়ে ঘুমাতেন তিনি। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দোকানে আগুন লাগে। কালিপদ বিশ্বাসের ডান পায়ের হাঁটুর নিচ থেকে কাটা হওয়ায় তিনি বের হতে পারেননি।
আগুন টের পেয়ে কালিপদ বিশ্বাসকে রক্ষায় এগিয়ে যান তার ছেলে অমিত। আগুন নেভানোর সময় অমিতের হাত পুড়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা। তারা কালিপদর মরদেহ উদ্ধার করে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, এটি নিছক দুর্ঘটনা। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মিলন রহমান/এফএ/এএসএম