দাওয়াত খেয়ে আর বাড়ি ফেরা হলো না মা-ছেলের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৪
ফাইল ছবি

কুষ্টিয়ার কুমারখালীতে ডাম্প ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার (লাহিনী-সান্দিয়ারা) সড়কের বাঁধবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাইকপাড়া এলাকার সেনাসদস্য রহমত আলীর স্ত্রী সালমা খাতুন (৪০) ও তার ছেলে স্মরণ (১২)।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, দাওয়াত খেয়ে স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেলযোগে শহর থেকে কুমারখালী উপজেলার পাইকপাড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন রহমত আলী। বাঁধবাজার এলাকায় পৌঁছালে একটি ডাম্প ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে যান সালমা খাতুন ও তার ছেলে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
গুরুতর আহত সেনাসদস্যকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তাপস কুমার সরকার জানান, রহমত আলী নামের এক সেনাসদস্যকে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

আল-মামুন সাগর/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।