সুবর্ণচরে মা-মেয়েকে ধর্ষণ মামলার পলাতক আসামি হারুন গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০১:০৪ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৪

নোয়াখালীর সুবর্ণচরে চাঞ্চল্যকর মা-মেয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি মো. হারুনকে (৪২) ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

গ্রেফতার মো. হারুন চরওয়াপদা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরকাজী মোখলেছ গ্রামের মৃত বশির আহম্মদের ছেলে। তিনি মা-মেয়ে ধর্ষণের আলোচিত মামলার দুই নম্বর আসামি।

এসপি বলেন, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ঢাকার গাবতলী থেকে তাকে গ্রেফতার করেছে। এ নিয়ে ওই মামলার তিন আসামির সবাইকে গ্রেফতার করা হলো।

এর আগে ধর্ষণ মামলার প্রধান আসামি বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা আবুল খায়ের মুন্সি মেম্বার (৬৭) ও তার সহযোগী মো. মেহেরাজকে (৪৮) গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে মেহেরাজ দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন এবং মুন্সি মেম্বারের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সুবর্ণচরে মা-মেয়েকে ধর্ষণ মামলার পলাতক আসামি হারুন গ্রেফতার

সোমবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টায় চরওয়াপদা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড তালতলীর বাড়িতে মা-মেয়েকে একা পেয়ে সিঁদ কেটে একজন ঘরে ঢুকে দরজা খুলে দেন। পরে আরও দুজন ঘরে ঢুকে তিন সন্তানের মা (৩০) ও তার পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়ের (১২) ওপর পাশবিক নির্যাতন চালান। পরে ৯৯৯ নম্বরে কল পেয়ে চরজব্বার থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ভুক্তভোগীদের উদ্ধার করে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে চরজব্বার থানায় দলবদ্ধ ধর্ষণ ও নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটের মামলা করেন। মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের প্রকাশ মুন্সি মেম্বারকে প্রধান ও মো. হারুনকে দুই নম্বর এবং অপরজনকে অজ্ঞাত আসামি করা হয়।

ইকবাল হোসেন মজনু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।