এসএসসি পরীক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৪:০৬ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৪

প্রশাসনের হস্তক্ষেপে এসএসসি পরীক্ষার্থী কিশোরীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ফেনীর ফুলগাজী উপজেলার জিএম হাট ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। বাল্য বিয়ে থেকে রক্ষা পাওয়া ওই কিশোরী স্থানীয় জিএম হাট ইউনিয়নের একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে তার পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ বাশুড়া গ্রামের এক যুবকের সঙ্গে বুধবার দুপুরে জিএমহাট ইউনিয়নের ওই ছাত্রীর বিয়ে হওয়ার কথা ছিল। সামাজিক নিয়ম অনুযায়ী ঢাকঢোল পিটিয়ে বিয়ের আয়োজন করে ওই ছাত্রীর পরিবার। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন।

এ সময় তিনি ওই ছাত্রীর বয়স সংক্রান্ত যাবতীয় ডকুমেন্টস দেখে তার বয়স ১৮ বছর না হওয়ার বিষয়টি নিশ্চিত হন। তাৎক্ষণিক তিনি বিয়ের যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করে কনের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। ওই ছাত্রীকে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে না দেওয়ার শর্তে মুচলেকা নেন।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূইয়া এসএসসি পরীক্ষার্থীর বাল্য বিয়ে বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

আবদুল্লাহ আল-মামুন/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।