রামেক হাসপাতাল

ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৪

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে রোগীর এক স্বজনকে মারধরের অভিযোগ উঠেছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালের ৪৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

চিকিৎসা নিতে আসা ভুক্তভোগী সুমন পারভেজ জানান, শুক্রবার (২ ফেব্রুয়ারি) তিনি তার অসুস্থ মাকে রামেক হাসপাতালে ভর্তি করেন। আজ সকালে একটি রিপোর্টের বিষয়ে ইন্টার্ন চিকিৎসকদের কাছে জানতে চাইলে তারা একেকজন একেকরকম তথ্য দেন। এনিয়ে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে সুমনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চিকিৎসকরা তাকে ব্যক্তিগত চেম্বারে ডেকে নিয়ে যান ও এলোপাতাড়ি মারধর করেন। পরে ভুক্তভোগী হাসপাতালের পরিচালকের কাছে গিয়ে বিচার চান।

এ বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে। যে অপরাধী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তবে হাসপাতালে এমন ঘটনা অপ্রত্যাশিত।

সাখাওয়াত হোসেন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।