পথশিশু-শ্রমজীবীদের নিয়ে অন্যরকম পিঠা উৎসব
চুয়াডাঙ্গায় পথশিশু ও শ্রমজীবী মানুষের জন্য পিঠা উৎসবের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সংযোগ’। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) শহরের চাঁদমারী মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়।
সংযোগের জেলা টিমের স্বেচ্ছাসেবীরা নিজেদের উদ্যোগে বাসা থেকে পিঠা বানিয়ে ছিন্নমূল শিশু ও শ্রমজীবী মানুষদের বিনামূল্যে খাওয়ার সুযোগ করে দেন।
উৎসবে এসে চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, বিনামূল্যে পথশিশু ও শ্রমজীবীরা পিঠা খেতে পারছেন। বিষয়টি খুব ভালো লেগেছে।
সংযোগ চুয়াডাঙ্গা টিমের স্বেচ্ছাসেবক শাহরিয়ার সিয়াম বলেন, পথশিশু ও শ্রমজীবী মানুষদের ফ্রিতে পিঠা খাওয়ানোর। এছাড়াও আমরা তাদের বিনোদনের জন্য বিনামূল্যে যাদু প্রদর্শনের ব্যবস্থা করেছি। সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও বিশুদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করছি।
বাংলাদেশ অধ্যায়নরত নেপালের শিক্ষার্থী আসিফ আনুসারী বলেন, সংযোগের স্বেচ্ছাসেবক বন্ধুদের দাওয়াতে এখানে এসেছি। পথশিশু যারা পিঠা খেতে পারবে না তাদের নিয়েই আজকের আয়োজন। আমার খুবই ভালো লেগেছে আয়োজনটি।
হুসাইন মালিক/আরএইচ/জেআইএম