পণ্যবাহী গাড়িতে চাঁদাবাজি, দুই যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৪:১১ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে সড়কে সবজি বিক্রেতাদের কাছে চাঁদা আদায়কালে দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে শহরের পুরাতন বাজার সংলগ্ন সড়কে পণ্যবাহী বিভিন্ন গাড়িতে চাঁদা আদায়কালে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন জেলা শহরের নয়নগুকার মৃত ফেরদৌস আহমেদের ছেলে ফাউজুল আজিম আলফা (৪০) ও পৌর এলাকার মসজিদ পাড়া মহল্লার সনুর ছেলে রবিউল আওয়াল (৩০)।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মুনীম ফেরদৌস বলেন, গ্রেফতাররা সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে জেলা শহরের পুরাতন বাজার সংলগ্ন সাধারণ সবজি বিক্রেতা এবং পণ্যবাহী যান থেকে স্থানীয় রাজনীতিবিদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাঁদা আদায় করতেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সোহান মাহমুদ/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।