বাস-ট্রাকে চাঁদাবাজি, হাতেনাতে ২৫ জনকে ধরলো র‌্যাব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৪

নাটোরে পৃথক তিনটি অভিযান পরিচালনা করে বাস, ট্রাকসহ বিভিন্ন পরিবহনে চাঁদাবাজি করার সময় ২৫ জনকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার সরকার।

এর আগে সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সিংড়া উপজেলার আশরাফুল ইসলাম (স্বপন) (৪৫), আনোয়ার হোসেন বাবু (৫০), আকরামুল ইসলাম (৩৮), এরশাদুল (৪৮), বাবুল খান (৪৭), মনসুর রহমান (৩৭), মোজাহার (৫৫), বারেক সর্দার, হাসান আলী (৫৬), জিয়াদুল ইসলাম (৫৫), ফাইজুল ইসলাম (৩৫), আরিফুল ইসলাম (৩০), নলডাঙ্গা উপজেলার পাটুল গ্রামের আব্দুর রাজ্জাক (৪০), সদর উপজেলার নবীনগর এলাকার বাবু প্রামাণিক (৩৫), নলডাঙ্গার বাঁশভাগ এলাকার বেল্লাল হোসেন (৫৬), রাজশাহীর বোয়ালিয়া থানার রুপস আলী (৪১), নলডাঙ্গা এলাকার ফারুক (৩৬), সদর উপজেলার রানা (২৮), শাহাজাহান আলী (৬২), আব্দুল খালেক (৬৫), আজাহার শেখ (৫২), আফজাল হোসেন (৬০), রাইজুল ইসলাম (৩৫) ও রেজাউল করিম ও উজ্জল হোসেন (২৮)।

কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার বলেন, কাঁচাসবজি ও পণ্য পরিবহনের ট্রাক, বাস এবং অন্যান্য পণ্যবাহী গাড়ি থেকে স্থানীয় রাজনীতিবিদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাঁদা আদায় করে আসছে একটি চক্র। চাঁদাবাজি করার সময় ওই চক্রের ২৫ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়েছে।

রেজাউল করিম রেজা/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।