শেরপুরে ভুয়া চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৪

শেরপুরের নকলায় শিখা রানী দেবী (৩৭) নামের এক ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মো. শিহাবুল আরিফ এ আদেশ দেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মো. ওয়ালী উল্লাহসহ পুলিশ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, শহরের হলপট্রি এলাকার লতিফ ম্যানসনের দোতলায় শিখা রানী দেবী নিজের নামের আগে ডা. লিখে চেম্বার খুলে শিশু থেকে বিভিন্ন বয়সের রোগীর চিকিৎসা দিতেন।

এ বিষয়ে ডা. ওয়ালী উল্লাহ বলেন, শিখা রানী দেবী বিএমডিসির নিবন্ধন ছাড়া নামের আগে ডাক্তার ব্যবহার করে প্রতারণা করে আসছেন। একজন চিকিৎসককে সেবা দিতে হলে বিএমডিসির নিবন্ধিত থাকতে হয়। তিনি কোনো নিবন্ধনপত্র দেখাতে পারেননি। তাকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. শিহাবুল আরিফ বলেন, নিবন্ধন দেখাতে না পারায় শিখা রানী দেবীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

ইমরান হাসান রাব্বী/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।