কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৪

কুড়িগ্রামের উলিপুরে জমিজমা সংক্রান্তের দীর্ঘ জের ধরে দুপক্ষের সংঘর্ষে নুর হোসেন (৫৮) নামের একজনের মৃত্যু হয়েছে।

নিহত নুর হোসেন ধরনিবাড়ী বাড়ি ইউনিয়নের মালতিবাড়ী এলাকার বাসিন্দা। এ ঘটনায় আবু জাফর (৫২) ও রানু মিয়া (৩০) নামে দুই জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা।

কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১

স্থানীয়রা জানান, নিহত নুর হোসেন ও প্রতিপক্ষের জাফর আলীদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিবাদ চলে আসছিল। এরই জের ধরে শনিবার জমিতে ধান রোপণ করার জন্য প্রস্তুতি নিলে জমিতে দুপক্ষের সংঘর্ষ বাদে। এতে নুর হোসেন নিহত হন।

এলাকাবাসী আরও জানান, মারামারির পর ওই জমিতে ধানের চারা রোপণ করেন জাফর আলীর পক্ষের শামসুল ও তার লোক লোকজন। পরে মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে তারা পালিয়ে যান।

কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, খবর পেয়েই সরেজমিনে তদন্ত করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ফজলুল করিম ফারাজী/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।