টাঙ্গাইল মহাসড়কে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার সল্লা এলাকায় ১৩ নম্বর বিজ্রের কাছে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের গোহালিয়াবাড়ী গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে আব্দুস ছাত্তার (৩৫) এবং একই ইউনিয়নের কুর্শাবেনু গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আব্দুল মমিন (৩৬)।

তাদের মধ্যে আব্দুস ছাত্তার অটোভ্যান চালক এবং আব্দুল মমিন ওই ভ্যানের যাত্রী ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ঢাকাগামী হানিফ পরিবহন নামে একটি বাসকে অজ্ঞানামা একটি গাড়ি চাপ দেয়। ফলে হানিফ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোভ্যান চালক ও যাত্রী মারা যায়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল হাসান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার এবং বাসটি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার বিষয়টি নিহত পরিবারকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এএইচ/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।