নদী খননে লাইন কাটা পড়ে গ্যাস বিচ্ছিন্ন নেত্রকোনা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ১০:৩৪ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৪
ফাইল ছবি

নেত্রকোনায় নদী খনন করতে গিয়ে তিতাস গ্যাসের লাইন কাটা পড়ায় সরবরাহ বন্ধ রয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেল চারটা থেকে পুরো জেলায় তিতাসের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

জেলার তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ড জানায়, নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় সোয়াইর নদীর খনন কাজ চলছিল। শুক্রবার বিকেল চারটার দিকে ওই এলাকার চর মইলাকান্দা গ্রামে নদী খনন করার সময় খননযন্ত্রে লেগে তিতাস গ্যাসের লাইন কেটে যায়। এরপর নেত্রকোনার পুরো জেলায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

সিএনজির স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সংকটে পড়েন পরিবহন চালকরা। শহরের বাসাবাড়িতে রান্নার কাজ ব্যাহত হয়। এতে করে জেলার প্রায় সাড়ে পাঁচ হাজার গ্রাহক ভোগান্তিতে পড়েছেন।

জেলা শহরের নাগড়া এলাকার এনামুল হক, মোক্তারপাড়ার বাসিন্দা পল্লব চক্রবর্তী ও কুড়পাড় এলাকার একেএম আলতাবুর রহমান বলেন, শুক্রবার বিকেল থেকে রান্না বন্ধ। খাওয়া-দাওয়ায় সমস্যা সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষের আরও সতর্ক হয়ে নদী খনন করার দরকার ছিল।

জানতে চাইলে নেত্রকোনা তিতাস গ্যাস অফিসের প্রকৌশলী সুমঙ্গল গোলজার বলেন, লাইনটি কাটা পড়ার পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। লাইনটি সংস্কারে কাজ করা হচ্ছে। শনিবার সকালের মধ্যে লাইনটি সংস্কার সম্ভব হবে।

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সারোওয়ার জাহান বলেন,পূর্বধলার সোয়াইর নদী খননের সময় খননযন্ত্রে লেগে লাইনটি কেটে যায়। তিতাস কর্তৃপক্ষকে নিয়ে লাইনটি সংস্কারের কাজ করা হচ্ছে। সকালের মধ্যে লাইনটি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

এইচ এম কামাল/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।