কুড়িগ্রামে খাবারের খোঁজে লোকালয়ে বানর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৪

কুড়িগ্রামে খাবারের খোঁজে লোকালয়ে এসেছে বানর। হঠাৎ টিনের চালে,গাছের ডালে বানরের ছোটাছুটি দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন মানুষজন। আবার উম্মুক্ত অবস্থা বানরের কাণ্ড দেখে অবাক হচ্ছেন অনেকেই। বিশেষ করে লোকালয়ে ছুটে আসা বানর দেখে শিশু ও কিশোর বয়সীরা আনন্দে মেতেছেন। বানরটিকে কলা গাজর খেতে দিচ্ছে উৎসুক জনতা।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের পুরাতন স্টেশন পাড়া এলাকায় বানরটি দেখতে পান স্থানীয়রা।

তারা জানান, শুক্রবার জুম্মা নামাজ শেষে বাড়ি ফেরার পথে পুরাতন স্টেশন পাড়া বাজারে একটি টিনের চালে বানরটিকে দেখা যায়। বানরটি টিনের চালে ছুটাছুটি করতে দেখে ভিড় জমে। পরে মানুষের উপস্থিতি দেখে পাশে থাকা কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ভেতর চলে যায়।

স্থানীয়দের মতে, কুড়িগ্রামে কোনো বন নেই। হয়তো ভারত সীমান্ত পেরিয়ে খাবারের লোভে বা কোনো ফলের ট্রাকে করে বানরটি লোকালয়ে এসেছে।

স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম জাগো নিউজকে বলেন, চিড়িয়াখানা বা সার্কাসে বানর দেখেছি। তবে আজকে উম্মুক্ত অবস্থায় বানরের ছোটাছুটি দেখে খুব ভালো লেগেছে। হয়তো খাবারের সন্ধানে বানরটি এখানে এসেছে। তবে আমরা ভয়ের চেয়ে অনেক আনন্দ পেয়েছি।

কুড়িগ্রাম জেলা সহকারী বন সংরক্ষক মোহাম্মদ রাশিদ আরিফ বলেন, কুড়িগ্রামে আশে পাশে বড় বন না থাকায় এ অঞ্চলে বানর আসার সুযোগ নেই। তবে সীমান্ত পেরিয়ে খাবারের খোঁজেও আসতে পারে। এ বানরগুলো কোথাও স্থির থাকে না। একটু পর পর স্থান বদল করে। আমরা বিষয়টি খোঁজ নিচ্ছি।

ফজলুল করিম ফারাজী/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।