যশোর
চরমপন্থি পরিচয়ে বিচারককে উড়ো চিঠি, আইনজীবীসহ গ্রেফতার ৩
যশোরে চরমপন্থি পরিচয়ে আদালতে উড়ো চিঠির মাধ্যমে বিচারককে হুমকির ঘটনায় এক আইনজীবীসহ তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতাররা হলেন- বাঘারপাড়া উপজেলার বল্লামুখ গ্রামের অ্যাডভোকেট নব কুমার কুন্ডু, পুরাতন কসবা কাজীপাড়ার রবিউল ইসলাম রুবেল ও ষষ্ঠীতলাপাড়ার বাদল দাসের বাড়ির ভাড়াটিয়া মিহির কুমার সাহা।
বুধবার (৩১ জানুয়ারি) গভীর রাতে যশোর শহরের পুরাতন কসবা এলাকার বাসা থেকে প্রথমে রবিউল ইসলাম রুবেলকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মিহির কুমার সাহাকে গ্রেফতার করা হয়। এরপর বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) অ্যাডভোকেট নব কুমার কুন্ডুকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ডিবির এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
তিনজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করলে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেন তারা। পরে বিচারক জুুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ তাদের জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
এ বিষয়ে যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন বলেন, বিষয়টি তারা জেনেছেন। তদন্ত করে সত্যতা পেলে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মিলন রহমান/ইএ