সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ঠাঁই হলো কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ৩১ জানুয়ারি ২০২৪

কুড়িগ্রামে চাঁদাবাজির মামলায় আলমগীর হোসেন ও শহিদুল ইসলাম নামের কথিত দুই সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

বুধবার (৩১ জানুয়ারি) রাতে কুড়িগ্রাম সদরের কৃষ্ণপুর ও মোগলবাসা এলাকার বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আলমগীর হোসেন কুড়িগ্রাম সদর উপজেলার ফারাজী পাড়া এলাকার বাসিন্দা। পেশায় তিনি ফটোকপি দোকানদার। শহিদুল ইসলাম মসলা বিক্রেতা বলে জানা গেছে।

পুলিশ জানায়, গত ২২ জানুয়ারি ধরলা নদীর তীররক্ষা বাঁধের নির্মাণকাজে ওই দুজন সাংবাদিক পরিচয়ে সাব ঠিকাদার জাহিদুল ইসলামের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা মারধর করে ৮০ হাজার টাকা ছিনিয়ে নেন।

এ ঘটনায় মামলা করেন জাহিদুল ইসলাম। পরে বুধবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। আজ সকালে তাদের কারাগারে পাঠানো হয়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুর রহমান দুজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফজলুল করিম ফারাজী/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।