অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:১৪ এএম, ৩০ জানুয়ারি ২০২৪

নোয়াখালী পৌরসভায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় তিন বেকারিকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে দত্তেরহাট ও গোপাই এলাকায় র‍্যাব-১১ এর সহযোগিতায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। 

অভিযানে হোসেন ফুডকে ৫০ হাজার, স্ট্যান্ডার্ড বেকারিকে ৫০ হাজার ও মিয়া ফুড বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠান তিনটিকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

jagonews24

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নোয়াখালী কার‍্যালয়ের সহকারী পরিচালক (এডি) কাওছার মিয়া অভিযানের সত্যতা জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির প্রমাণ পেয়ে প্রাথমিকভাবে জরিমানা করে সতর্ক করা হয়েছে।

অভিযানে র‍্যাব-১১ (সিপিসি-৩) ছাড়াও জেলা স্যানিটারি ইন্সপেক্টর শওকত আলীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তার ওই কর্মকর্তা।

ইকবাল হোসেন মজনু/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।