ট্রাক উল্টে বালুচাপা পড়ে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০:৪০ এএম, ২৯ জানুয়ারি ২০২৪

সিরাজগঞ্জের কামারখন্দে বালুভর্তি ট্রাক উল্টে আসিফ হোসেন (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ওই উপজেলার কয়েলগাঁতী পশ্চিম পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ ওই গ্রামের শাহীন হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী উল্লাপাড়া উপজেলার কালিগঞ্জ থেকে কয়েলগাঁতী গ্রামে ট্রাকে বালু আনা হচ্ছিল। সন্ধ্যায় কয়েলগাঁতী গ্রামের এক বাড়িতে বালু ফেলে খালি ট্রাক যাওয়ার পথে আসিফসহ আরও তিন কিশোর ট্রাকে উঠে। এরপর ট্রাকে বালু ভর্তি করার পর বালুর ওপরে উঠে বসে তারা। কিন্তু ট্রাকটি বাড়ির কাছাকাছি পৌঁছালে ট্রাকটি উল্টে যায়। এতে বালুর নিচে চাপা পরে ঘটনাস্থলেই আসিফের মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে তার মরদেহ উদ্ধার করে।

কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন জাগো নিউজকে বলেন, ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন।

এম এ মালেক/এনআইবি/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।