বিদ্যুৎ প্রকল্প বাতিলে সরকারকে শনিবার পর্যন্ত আলটিমেটাম


প্রকাশিত: ০৫:৫২ পিএম, ০৮ এপ্রিল ২০১৬

বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলে সরকারকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় বেধে দিয়েছেন আন্দোলনকারীরা। শুক্রবার বিকেল ৫টায় বাঁশখালীর গণ্ডামারায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে ‘বসতভিটা ও কবরস্থান রক্ষা কমিটি এ আলটিমেটাম দেন।

স্থানীয় ‘বসতভিটা ও কবরস্থান রক্ষা কমিটি’র আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী প্রতিবাদ সমাবেশে বলেন, বেনিয়া কোম্পানি এস আলমের বিদ্যুৎকেন্দ্র বন্ধে সরকারকে চার দিনের সময় দিয়েছিলাম। কিন্তু আজ আর কোনো কর্মসূচি দিচ্ছি না। আরো একদিন বাড়িয়ে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় দিলাম।’

লিয়াকত আলী বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলছি, বল এখনো মিডফিল্ডে আছে। এটি একটি নির্দলীয় জনগণের আন্দোলন। এই বল যদি কোনো সরকারবিরোধী পক্ষ নিয়ে সরকারের জালে ঢুকিয়ে দেয়, তাহলে পরিস্থিতি কি হবে তা আপনি ভেবে দেখুন।’

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি ভেবে দেখুন গণ্ডামারায় যদি আর একটি লাশও পরে, তখন আপনার সরকারের কি অবস্থা হবে।’

সংগঠনের সভাপতি আরো বলেন, ‘অনেক হয়েছে আর নয়। সোমবারের হামলায় গ্রামবাসী মার খেয়েছে, এবার আর তা হবে না, যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকুন। এবার হবে প্রতিরোধ। সরকারকে বলেছি, আগামী শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে বিদ্যুৎ প্রকল্প বাতিলে সিদ্ধান্ত নিন। অন্যথায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’

তিনি বলেন, সন্ত্রাসীদের যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ হবে। আপনারা কাফনের কাপড় নিয়ে প্রস্তুত থাকবেন। যে কোনো কর্মসূচির ডাক এলে কাফনের কাপড় পড়ে চলে আসবেন। আমরা মরতে শিখে গেছি, কেউ আর রুখতে পারবে না। এ আন্দোলনের জন্য আমার জীবনকে বাজী রাখলাম।’

এসময় উপস্থিত জনতা ‘কয়লা নাছিরের ফাঁসি চাই’ ‘আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই’, ‘নাসিরের দালালেরা হুঁশিয়ার সাবধান’ ‘ভিটে-বাড়ি ছাড়বো না, বিদ্যুৎকেন্দ্র হবে না’ শ্লোগানে প্রকম্পিত হয় আশপাশের এলাকা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘এ আন্দোলন চালানোর জন্য একটি শক্তিশালী কমিটির প্রয়োজন। আমরা আপনাদের সঙ্গে আছি, থাকবো।’

জীবন মুছা/একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।