ভোলা আইনজীবী সমিতির সভাপতি বশীর, সম্পাদক লিটু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৫:৪৪ এএম, ২৮ জানুয়ারি ২০২৪

ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বশীর উল্লাহ সভাপতি ও মাহাবুবুল হক লিটু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৭ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা আইনজীবী নাসির উদ্দিন এতথ্য নিশ্চিত করেন।

এর আগে জেলা আইনজীবী সমিতির দক্ষিণ ভবনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ২১৮ জন ভোটারের মধ্যে ভোট পড়ে ২১০টি।

অন্যান্য পদে বিজয়ীরা সহ-সভাপতি মোহাম্মদ ইউছুফ ও ইলিয়াছ সুমন, সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও আরিফুর রহমান, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস (জুবলী চৌধুরী); ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মিজানুর রহমান, পাঠাগার সম্পাদক জাবেদ ইকবাল, শামীম আহমেদ, সদস্য বাবুল হাসান, মো. রুবেল ও মাহাববুর রহমান।

জুয়েল সাহা বিকাশ/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।