যমুনার পাড়ে পরিচ্ছন্নতা অভিযান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:২১ পিএম, ২৭ জানুয়ারি ২০২৪

সিরাজগঞ্জ যমুনা নদীর পুরাতন জেলখানা ঘাট থেকে হার্ড পয়েন্ট মুক্তির সংগ্রাম ভাস্কর্য পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন ইসাবেলা ফাউন্ডেশন।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে যমুনা নদীর হার্ডপয়েন্টে এ পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করেন সাবেক মন্ত্রী পরিষদের সচিব ও ইসাবেলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবির বিন আনোয়ার।

jagonews24

এ বিষয়ে কবির বিন আনোয়ার বলেন, সিরাজগঞ্জ আমাদের প্রাণের শহর। এ শহরের হাজার হাজার মানুষ প্রতিদিন বিকেল হলেই নদীর পাড়ে ঘুরতে আসেন। এ কারণে নদীর পাড়ে প্রতিদিন বিভিন্ন আবর্জনা
ছড়িয়ে ছিটিয়ে থাকে। এসব ময়লা আবর্জনা পরিষ্কার-পরিছন্ন রাখার উদ্দ্যেশ্যে আমাদের এ অভিযান।

এসময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রবিউল আউয়াল, ইসাবেলা ফাউন্ডেশনের সদস্যরাসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

jagonews24

পরিচ্ছন্নতা অভিযান শেষে যমুনা পাড়ে পড়ে থাকা পলিথিন, ডাবের খোসা, সিগারেটের টুকরা, প্লাস্টিক ক্যান ও চিপসের প্যাকেট পুড়িয়ে ধ্বংস করা হয়।

এম এ মালেক/এনআইবি/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।