গাইবান্ধায় মাইক্রোবাস চাপায় নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৮:১১ পিএম, ২৬ জানুয়ারি ২০২৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাইক্রোবাস চাপায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোবিন্দগঞ্জ-গাইবান্ধা নাকাইহাট ভায়া সড়কের ধর্মপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার উত্তর ধর্মপুর গ্রামের বাসিন্দা প্রতাব চন্দ্র দাস (২৬) ও হরেন চন্দ্র দাস (৪৫)। তারা দুজনই মাছবিক্রেতা ছিলেন। সম্পর্কে তারা চাচাতো ভাই।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ধর্মপুর বাজারে কয়েকজন জেলে মাছ বিক্রি করছিলেন। এসময় গোবিন্দগঞ্জ থেকে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মাছবিক্রেতাসহ কয়েকজনকে চাপা দেয়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাইক্রোবাসটি রেখে চালক পালিয়ে গেছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

শামীম সরকার শাহীন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।