পানবরজে পড়ে ছিল নারীর মরদেহ, কান কাটা ও মুখে জখম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ২৬ জানুয়ারি ২০২৪
ফাইল ছবি

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি পানবরজ থেকে সালমা বেগম (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের গুড়পাড়া গ্রামের পানবরজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সালমার একটি কান কাটা ও মুখে জখমের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি ওই গ্রামের কৃষক তরিকুল ইসলামের স্ত্রী ও দুই সন্তানের জননী। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত থেকে নিখোঁজ ছিলেন সালমা বেগম।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে মেয়েকে পড়তে বলে বাইরে যান সালমা বেগম। এরপর থেকে আর বাড়ি ফেরেননি। শুক্রবার বিকেলে তার মরদেহ গ্রামের একটি পানবরজে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, ওই নারীর মরদেহ যেখানে পড়ে ছিল তার পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। এটি আত্মহত্যা না তাকে হত্যা করা হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।

আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।