প্রাইভেটকারে অচেতন অবস্থায় চালক, বাঁধা ছিল হাত-পা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ২৪ জানুয়ারি ২০২৪

সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে হাত-পা বাঁধা অবস্থায় শেখ শাহিন (৪২) নামের এক প্রাইভেটকার চালককে উদ্ধার করেছেন স্থানীয়রা।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে পাটকেলঘাটা থানার মীর্জাপুর বাজার সংলগ্ন এলাকায় প্রাইভেটকারের ভেতর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

শেখ শাহিন খুলনা শহরের আনসার আলীর ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মির্জাপুর বাজার পোস্ট অফিসের পাশে একটি প্রাইভেটকারে হাত-পা বাঁধা অবস্থায় একজনকে দেখতে পান স্থানীয়রা। এসময় তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। প্রথমে তাকে পাটকেলঘাটার পপুলার ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পাটকেলঘাটা থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন জাগো নিউজকে জানান, ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে প্রাইভেটকারটির মালিক সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল এলাকার সঞ্জয় দাশের (পিন্টু) বলে জানা গেছে।

তিনি আরও বলেন, আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসাপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

আহসানুর রহমান রাজীব/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।