কুড়িগ্রামে টানা শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ১২:০৬ পিএম, ২৪ জানুয়ারি ২০২৪

কুড়িগ্রামে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও কমেনি শীতের দাপট। মৃদু শৈত্যপ্রবাহে কাবু হয়ে পড়েছে সমগ্র কুড়িগ্রাম। ঠান্ডা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।

আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ঠান্ডায় সবচেয়ে বিপাকে পড়েছে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষজন। শীত উপেক্ষা করে বাড়ি থেকে বের হলেও কাজ পাচ্ছে না অনেকে। সুর্যের দেখা মিলছে না সকাল থেকে দুপুর পর্যন্ত। দিনের অধিকাংশ সময় থাকছে মেঘাচ্ছন্ন। এ সময় উওরীয় হাওয়ায় ঠান্ডার প্রকোপ বেশি অনুভূত হচ্ছে। অন্যদিকে শীত ও কনকনে ঠান্ডায় জেলার হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, সর্দি কাশিসহ শীতজনিত রোগীর সংখ্যা।

সদরের যাত্রাপুর ইউনিয়নের সিরাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, এই ঠান্ডায় বাইরে কাজ করতে খুবই সমস্যা হচ্ছে। দুদিন ধরে সর্দি-কাশিতে ভুগছি। ঠিকমতো কাজ করতে না পারায় সংসার চালানো মুসকিল হয়েছে। অভাবের সংসার, ছেলেদের গরম কাপড় কিনবো তাও পারছি না।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জাগো নিউজকে বলেন, জানুয়ারি মাসজুড়েই তাপমাত্রা এরকম থাকার সম্ভাবনা রয়েছে। তবে মাসের ২৫ তারিখের পর তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

ফজলুল করিম ফারাজী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।