সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে প্রাণ গেলো যুবকের

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ২২ জানুয়ারি ২০২৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মসজিদে মাইকিং করে জনতার গণপিটুনিতে মিলন (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এলাকাবাসীর দাবি, নিহত যুবক ডাকাত দলের নেতা ছিলেন।

মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিলন ওই এলাকার কাশেম ওরফে চোরা কাশেমের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত মিলন আটিগ্রামসহ পুরো ওয়ার্ডজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলেন। সে বিভিন্ন সময় এলাকাবাসীর বাসাবাড়িতে প্রবেশ করে সোআর অলংকারসহ টাকা-পয়সা লুট করতো।

jagonews24

এর আগে গত ১৯ জানুয়ারি ওই এলাকার এক মসজিদের ইমামের বাসায় তিনিসহ তাদের একটি গ্রুপ দলবদ্ধ হয়ে ডাকাতি করেন। এরপর রোববার রাতে তার দলের দুই সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশকে সোপর্দ করে এলাকাবাসী। পরে সোমবার দুপুর ১টার পর একটি মোটরসাইকেলযোগে নিহত মিলন ও জনিসহ তিনজন ওই এলাকার স্থানীয় বাসিন্দা শাহজাহানকে দুটি রামদা নিয়ে হামলা করার চেষ্টাকালে বিক্ষুদ্ধ জনতা মসজিদের মাইকে ঘোষণা করে মিলনকে গণপিটুনি দেন। এসময় বাকিরা পালিয়ে যান।

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় মিলনকে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেছেন, গণপিটুনির শিকার ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এর আগে তার বিরুদ্ধে থানায় ডাকাতির ঘটনায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় থানায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাশেদুল ইসলাম রাজু/এনাআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।