রাস্তার পাশ দিয়ে হাঁটছিল নিশাত, বেপরোয়া গাড়ির ধাক্কায় গেলো প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১১:৪৭ পিএম, ২১ জানুয়ারি ২০২৪

রাস্তার পাশ দিয়ে হেঁটে বাসায় ফিরছিল ১৫ বছর বয়সী মাদরাসা ছাত্র নিশাত। বেপরোয়া ইমা গাড়ির (ফোর হুইলার মাইক্রোবাস) ধাক্কায় ওই সড়কেই নিহত হয় সে।

রোববার (২১ জানুয়ারি) বিকেলে ফেনী শহরের ট্রাংক রোডের দাউদপুল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিশাত সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের কাটাখিলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সে ফেনী শহরের পাঠানবাড়ি এলাকার তানজিমুল উম্মাহ মাদরাসার নবম শ্রেণির ছাত্র ছিল। নিশাতের পরিবার দীর্ঘদিন ধরে ফেনী শহরের লাতুমিয়া সড়কে ভাড়া বাসায় বসবাস করে আসছে।

স্থানীয়রা জানান, রোববার বিকেলে রাস্তার পাশ দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন নিশাত। এসময় এক ইমা গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেল ধাক্কা খেয়ে নিশাতকে চাপা দেয়। তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আবদুল্লাহ আল-মামুন/কেএসআর 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।