ফরিদপুরে নকল খেজুর গুড়ের কারখানায় অভিযান, জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৭:১২ পিএম, ২১ জানুয়ারি ২০২৪

ফরিদপুরের নগরকান্দায় নকল খেজুরের গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার খোয়াজের ডাংগী গ্রামে সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান এ অভিযান পরিচালনা করেন।

বিজ্ঞাপন

এ সময় নকল গুড় তৈরিতে অভিযুক্ত আলম শেখ (৪১) ও জলিল শেখ (৫৬) নামের দুজনকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ১২১ ড্রাম ভেজাল গুড় তৈরির কাঁচামাল জব্দ করা হয়।

ফরিদপুরে নকল খেজুর গুড়ের কারখানায় অভিযান, জরিমানা

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আদালত সূত্র জানায়, অভিযুক্তরা খেজুরের গুড়ের নামে নকল গুড় তৈরি করে বিভিন্ন বাজারে বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের কারখানায় অভিযান চালানো হয়।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান জানান, খেজুরের গুড়ের নামে নকল গুড় তৈরি করে বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলেন তারা। অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির কাঁচামাল জব্দ করা হয়।

এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।