নীলফামারীতে তিন ইটভাটামালিকের ৪ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ২১ জানুয়ারি ২০২৪

নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে তিন ইটভাটামালিককে চার লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। রোববার (২১ জানুয়ারি) দুপুরে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম এ জরিমানা করেন।

স্থানীয়রা জানান, উপজেলার কামারপুকুর নামক এলাকার আইসঢাল মৌজায় অবস্থিত মোছা. নারজুমেরা খাতুনের মেসার্স এ বি এল ব্রিকস ও কুজিপুকুর মৌজার মো. আব্দুর রাজ্জাকের (রাজু) মেসার্স এম এইচ ই ব্রিকস ও মো. জাহিদ সরকারের মেসার্স ইউ বি এল ব্রিকসকে চার লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

নীলফামারীতে তিন ইটভাটামালিকের ৪ লাখ টাকা জরিমানা

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ বলেন, অনুমোদন ব্যতীত ইটভাটায় মাটি সংগ্রহপূর্বক ইটভাটা পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়। পরে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে আগুন নেভানো হয়। ইটভাটায় মাটি সংগ্রহ না করার জন্য সতর্ক করা হয়।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।